অনলাইনে এবারও গরু বিক্রি
অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডটকমে এবারও ঈদ উপলক্ষে গবাদিপশু বিক্রি হবে। গতকাল রোববার বিক্রয় ডটকম ও মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড বিক্রয় হ্যাশট্যাগ বিরাট হাট নামে এক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর আওতায় অনলাইনে গরু বা অন্য পশু ক্রেতাদের উপহার দেবে মিনিস্টার। অনলাইনে গরু কিনলে বাসায় পৌঁছে দেওয়ার সুবিধা দেবে বিক্রয় কর্তৃপক্ষ।
বিক্রয় বিপণন বিভাগের প্রধান ঈশিতা শারমিন বলেন, মিনিস্টার ও বিক্রয় গত বছরের মতো এবারও অনলাইনে গরু বিক্রির সুবিধা এনেছে। এবারে কোরবানির জন্য অনেক গবাদিপশু অনলাইনে দেখা যাবে। অনেকের পক্ষেই হাটে গিয়ে গরু যাচাই কষ্টসাধ্য। কোরবানির গরু অনলাইনে কেনার সুবিধা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত বিক্রয় ডটকমের ওয়েবসাইটে জানা যাবে।
Tag :