শিরোনাম:
‘অস্ট্রেলিয়া রোমাঞ্চে’র অপেক্ষায় সাকিব আল হাসান
২০০৭ সালের মে মাসে টেস্ট অভিষেক। ওয়ানডে অভিষেক তারও আগে, ২০০৬ সালের আগস্টে। অভিষেক হওয়ার পর থেকে প্রায় প্রতিটি দলের বিপক্ষেই টেস্ট খেলা হয়েছে সাকিব আল হাসানের। শুধুমাত্র অস্ট্রেলিয়া ছাড়া। ১০ বছরের বেশি ক্যারিয়ারে পার করে ফেলেছেন- অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাই হয়নি সাকিবের।
এটা যেন তার জীবনের এক অপূর্ণতা। অবশেষে সেই অপূর্ণতা পূর্ণ হতে যাচ্ছে সাকিবের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামছেন সাকিব আল হাসান। শুধু তিনি নন, বাংলাদেশ দলের প্রতিটি ক্রিকেটারেরই প্রথম অভিজ্ঞতা হবে টেস্টে অস্ট্রেলিয়ার মোকাবেলা করার। মুশফিকুর রহীম, তামিম ইকবাল, ইমরুল কায়েসের মতো সিনিয়র ক্রিকেটারেদের ভাগ্যেও জোটেনি এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা।
Tag :