ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আজ জিতলেই সেমিতে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১৩৮ Time View

সবুজদেশ ডেস্কঃ

চার বছর পরপর আসে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব জুড়েই চলে এই ফুটবল উন্মাদনা। তবে বাংলাদেশে যেন বরাবরই এই বিশ্বকাপ নিয়ে আসে বাড়তি উত্তেজনা। বাংলাদেশের বেশিরভাগ দর্শক ভাগ হয়ে যায় দুই গ্রুপে। আর্জেন্টিনা আর ব্রাজিল। এই দুই দলেরই সমর্থক বেশি।

কাতার বিশ্বকাপ ২০২২ এ এখন পর্যন্ত এই দুই দলের মুখোমুখি লড়াই হয়নি। তবে দুই দলের সামনে এবার সেই সুযোগ আসতে চলেছে। দুই দলই মাত্র একটি করে ম্যাচ জিতলেই মুখোমুখি হবে সেমিফাইনালে।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ব্রাজিল আর আর্জেন্টিনা খেলতে নামছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ভিন্ন ভিন্ন ম্যাচে রাত ৯টায় ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং রাত ১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ২০০৬ বিশ্বকাপে ব্রাজিল জিতেছিল ১-০ গোলে এবং ২০১৪ বিশ্বকাপের জয় ছিল ৩-১ গোলের ব্যবধানে।

অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ৯ বারের সাক্ষাতে নেদারল্যান্ডস জিতেছে ৪টি ম্যাচ, আর্জেন্টিনা জিতেছে ৩টি এবং ২ টি ম্যাচ হয়েছে ড্র।

Tag :