ঢাকাঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় এজাহারনামীয় আরও একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।

গ্রেফতারের নাম- হোসেন মোহাম্মদ তোহা। তিনি বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

বৃহস্পতিবার বিকাল ৩টায় গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।

তোহাকে নিয়ে এখন পর্যন্ত আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হলো।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, আবরার হত্যাকাণ্ডের পর এজাহার দায়েরের আগেই ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে আবরারের বাবা ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ডিএমপির এই অতিরিক্ত কমিশনার আরো বলেন, এখন পর্যন্ত আববার হত্যাকাণ্ডে ১৫ জন গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি নন, তবে তদন্তে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- অমিত সাহা, মিজানুর রহমান ও শামসুল আরেফিন রাফাত।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here