যশোরঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা কান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক যশোর’র সভাপতি অধ্যাপক সুকুমার দাস। বক্তব্য দেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, এ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবরার ফাহাদ হত্যাকা- স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধে এক অশনিসংকেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্য একটি মতপ্রকাশের কারণে সরকারি দলের ছাত্রসংগঠনের পরিচয়ধারী কিছু উচ্ছৃঙ্খল ছাত্র কর্তৃক বুয়েট’র মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হলো। ছাত্ররাজনীতি ছাত্রদের কল্যাণের জন্য, শিক্ষা সংশ্লিষ্ট দাবি-দাওয়া আদায়ে সংগ্রাম করার জন্য। মতের অমিল হলেই কোন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা ছাত্ররাজনীতি নয়। এহেন ছাত্ররাজনীতি পরিহার করতে হবে।

বক্তারা অবিলম্বে আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িতদের বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করারও আহ্বান জানান বক্তারা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here