শিরোনাম:
আলমডাঙ্গায় চরমপন্থী সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কুয়াতলা মাঠ থেকে মুক্তার হোসেন (৩৫) নামের এক চরমপন্থী সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মাথা ও বুকে গুলির ক্ষত রয়েছে। সে মেহেরপুর জেলার নতুন দরবেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, শনিবার সকালে আলমডাঙ্গার কুয়াতলা মাঠে একটি গুলিবিদ্ধ লাশ দেখে এলাকাবাসী আলমডাঙ্গা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মুক্তার হোসেন চরমপন্থীদলের সদস্য ছিলো। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের থানায় একাধিক মামলা রয়েছে।
Tag :