আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে ডিবি পরিচয়ে গাছ ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়া-বাগবাড়ি রাস্তার বটতলা আরফান মার্কেট সংলগ্ন রাস্তায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাহাব উদ্দিন আশুলিয়ার ধনাইদ গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে ভুক্তভোগী সাহাব উদ্দিন জানান, তার ব্যবসায়িক কাজের জন্য বৃহস্পতিবার দুপুরে জামগড়া যমুনা ব্যাংকের আশুলিয়া শাখায় তার নিজ নামীয় অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন।

এরপর রিকশাযোগে জামগড়া থেকে তার নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হন। জামগড়া বটতলা আরফান মার্কেট সংলগ্ন রাস্তায় পৌঁছলে পেছন থেকে একটি সাদা মাইক্রো ওভারটেক করে তার রিকশার গতিরোধ করে।

এরপর মাইক্রো থেকে পাঁচজন সাদা পোশাক পরিহিত অস্ত্রধারী নেমে তাকে জোরপূর্বক মাইক্রোতে তুলে মারধরসহ তার চোখ ও হাত বেঁধে ফেলে। এরপর তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে মাইক্রো থেকে বেলা ৩টায় আশুলিয়ার জিরানী-কবিরপুর এলাকার মাঝামাঝি স্থানে তাকে নামিয়ে দেন। মাইক্রোতে ডিবি পরিচয়ধারীরা ইয়াবা দিয়ে জেলহাজতে পাঠানোসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here