‘ঈদুল আজহার আগে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আসন্ন ঈদুল আজহার আগে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না। কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের চেয়ে কম আছে। এছাড়া মসলার বাজার সহনীয় পর্যায়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ মসলার বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন।
মেয়র বলেন, বাজার পরিদর্শন করে দেখা গেছে- পেঁয়াজ, রসুন, আদাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে বেশ খানিকটা কম। সম্মিলতভাবে উত্তর-দক্ষিণের সব কাঁচাবাজারে মনিটরিং টিম রাখার ব্যবস্থা করছি, যেন কোনোক্রমেই মসলার বাজার নাগালের বাইরে না যায়। তবে এবার নিঃসন্দেহে বলতে পারি মসলার বাজার নিয়ন্ত্রণে রয়েছে।
Tag :