এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহঃ
চুয়াডাঙ্গা সদর থানার আকন্দবাড়ীয়া এলাকা থেকে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ শিউলি বেগম (৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
বুধবার দিনগত রাত ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটক শিউলি বেগম চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়া গ্রামের মোঃ আকবর আলীর স্ত্রী।
সিপিসি-২, ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মোঃ মাসুদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়। তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।