ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু

Reporter Name

খুলনাঃ

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আট মাসের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে রাফিত ও একই জেলার অভয়নগর উপজেলার খবিরুদ্দিন (৫০)।

সোমবার দুপুর ও রোববার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় শিশুসহ ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শনিবার বিকেল ৪টায় রাফিতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বাস্থের অবনতি হলে তাকে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের আইসিইউতে নেয়া হয়। সেখানেই রোববার রাতে তার মৃত্যু হয়।

এছাড়া অভয়নগর থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত খবিরুদ্দিন গত রোববার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আইসিইউতে তিনি মারা যান। 

খুলনার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। এরমধ্যে নতুন রোগী ৩৭ জন।

About Author Information
আপডেট সময় : ০৮:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
২৮৩ Time View

এবার ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯

খুলনাঃ

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আট মাসের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে রাফিত ও একই জেলার অভয়নগর উপজেলার খবিরুদ্দিন (৫০)।

সোমবার দুপুর ও রোববার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় শিশুসহ ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শনিবার বিকেল ৪টায় রাফিতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বাস্থের অবনতি হলে তাকে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের আইসিইউতে নেয়া হয়। সেখানেই রোববার রাতে তার মৃত্যু হয়।

এছাড়া অভয়নগর থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত খবিরুদ্দিন গত রোববার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আইসিইউতে তিনি মারা যান। 

খুলনার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। এরমধ্যে নতুন রোগী ৩৭ জন।