কাউন্সিল স্থগিত: কমিটি নিয়ে তারেকের দিকে তাকিয়ে ছাত্রদল
ঢাকাঃ
ছাত্রদলের কা্উন্সিলের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যাচ্ছে।সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার শুরু হয়েছে কাউন্সিল ছাড়াই কমিটি গঠন হতে যাচ্ছে। তাই সংগঠনের নেতৃত্ব বাছাইয়ে শেষ ভরসা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দিকেই তাকিয়ে আছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
জানা গেছে, আইনী জটিলতার কারণে কাউন্সিলের পথে হাঁটতে চান না বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ‘সমঝোতা’ ভিত্তিতে কমিটি গঠনের দিকেই এগুচ্ছেন তারা। এজন্য প্রার্থী এবং কাউন্সিলরদের কাছ থেকে সম্মতিও নেয়া হয়েছে।
দলের দায়িত্বপ্রাপ্ত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ইতোমধ্যে প্রার্থী এবং কাউন্সিলরদের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিবেন তা সবাই মেনে নিবেন। তবে এখনই এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হবে না।’
কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত এক নেতা বলেন, যেহেতু আদালতের একটা নির্দেশনা আছে তাই আমরা কাউন্সিল করতে পারছি না। তবে কাউন্সিল করবো এর ঘোষণা এখনই দিতে পারছি না। আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে কাউন্সিলের দাবিতে মিছিল, তদরিব এবং লবিং চালিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা । কেউ কেউ আবার রাজপথ কর্মসূচিও পালন করছেন।
সভাপতি প্রার্থী হাফিজুর রহমান বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ওপর সম্মানিত কাউন্সিলররা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব অর্পণ করেছেন। আমাদের নেতা, আমাদের অভিভাবক নিশ্চয়ই একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত দিবেন এবং আমরা সকলেই সিদ্ধান্ত মাথা পেতে নেব, ইনশাআল্লাহ।