কালীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাজিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জের গৌরিনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাজিম ওই গ্রামের সজিব রহমানের ছেলে। সে গ্রামের মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়াশুনা করতো।
মৃত শিশুর বাবা সজিব রহমান জানান, প্রতিদিনের মত সকালে মাদ্রাসায় যায় সাজিম। বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সাজিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিও দাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।