ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের থানা রোডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা , ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক মোকসুদুল মমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
![](https://sobujdeshnews.com/wp-content/uploads/2024/12/bnp-bac-300x169.jpg)
এরআগে দুপুর ১ টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ সময় অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও বিকেল ৩ টার দিকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ওহেদ লস্কর, আনোয়ার হোসেন, জবেদ আলী,মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপনসহ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ যুবদল, তাঁতিদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
সবুজদেশ/এসইউ