কালীগঞ্জে ডিএসবির তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসী জহুরুল আটক
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডিএসবির তালিকা ভুক্ত চিহিৃত সন্ত্রাসী জহুরুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করেছে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। শনিবার দিবাগত রাত ২ টার সময় উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) ইউনুচ আলী জানান, এসআই সম্বিত সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাত ২ টার সময় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক জহুরুল ইসলাম ডিএসবির তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসী। তার নামে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।