কালীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া নামক বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে এ আদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন সবুজদেশ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়। এ সময় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল করিম, হুমায়ূন কবির আকাশ।