নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল।

স্থানীয়রা জানায়, গত দুইদিন আগে ঈশ্বরবা গ্রামের আব্দুল কাদেরের বাড়ির পিছনে স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার গ্রামের মাঠে বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টার শেলটি। এই এলাকায় মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারনা স্থানীয়দের।

কালীগঞ্জ থানার ওসি মো: আব্দুর রহিম মোল্লা জানান, গত ১৪ জুন উপজেলার ঈশ্বরবা গ্রামে মর্টারশেলটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর সেটি উদ্ধার করা হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এসে বৃহস্পতিবার দুপুরে সেটি নিষ্ক্রিয় করেন। বিটক শব্দে সেটি বিস্ফোরিত হয়।

তিনি আরো জানান, মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারনা করা হচ্ছে। নিষ্ক্রিয় করার নেতৃত্ব দেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আরিফুর রহমান।

ভিডিও…

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here