ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে মেছো বিড়াল হত্যায় আটক ২

 

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোবারক আলী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে (২১ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জাহিদুল ও মোবারক উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছো বিড়াল হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় শনিবার রাত ৯ টার দিকে যশোরের শার্শা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, একটি মেছো বিড়াল মেরে ইজিবাইকে ঝুলিয়ে রাখা হয়। এটা জানতে পেরে তাৎক্ষনিক সেখানে বন বিভাগের লোকজন পাঠানো হয় এবং ঘটনা সত্যতা জানা যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, মেছো বিড়াল হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

কালীগঞ্জে মেছো বিড়াল হত্যায় আটক ২

Update Time : ০৮:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোবারক আলী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে (২১ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জাহিদুল ও মোবারক উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছো বিড়াল হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় শনিবার রাত ৯ টার দিকে যশোরের শার্শা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, একটি মেছো বিড়াল মেরে ইজিবাইকে ঝুলিয়ে রাখা হয়। এটা জানতে পেরে তাৎক্ষনিক সেখানে বন বিভাগের লোকজন পাঠানো হয় এবং ঘটনা সত্যতা জানা যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, মেছো বিড়াল হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সবুজদেশ/এসইউ