কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে শহীদ মিনারে পুষ্পমাল্য দিতে গিয়ে থানার এএসআই সাইফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যর বাধার সন্মুখিন হয়েছেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এ নিয়ে সাংবাদিক ও পুলিশ সদস্যর বাক-বিতন্ডা শুরু হলে এগিয়ে আসেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার । তিনি বাক-বিতান্ড থামিয়ে ওই সময়েই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান। ঘটনাটি ঘটেছে একুশের প্রথম প্রহরে রাত ১২. ১৫ মিনিটে কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শহীদ মিনার চত্বরে।
সাংবাদিকরা জানায়, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে সিরিয়াল অনুযায়ী রাত ১২.১৫ মিনিটে মাইকে ঘোষনায় কালীগঞ্জ প্রেসক্লাবকে পুষ্পমাল্য অর্পণ করার কথা বলা হয়। কিন্তু ওই সময় ফুল দিতে গেলে কালীগঞ্জ থানার এএসআই সাইফুল ইসলামের বাঁধার সন্মুখিন হয়। এ সময় সাংবাদিকরা পুলিশ সদস্যের কাছে বাঁধার কারন জানতে চাইলে ওই পুলিশ সদস্য উল্টো অসৌজন্যমুলক আচরন করেন। এতে সাংবাদিক ও পুলিশের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে এক পর্ষায়ে বিষয়টি স্থানীয় এম পি আনারের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষনিক এগিয়ে এসে বিষয়টি শান্ত করেন এবং সাংবাদিকদের সাথে নিয়ে এম পি আনার শহিদ মিনারে পূস্পমাল্য অর্পনে অংশ নেন।
শহীদ বেদীতে সাংবাদিকদের সাথে জনৈক্য পুলিশের এমন আচরনের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী জানান, বিষয়টি তাৎক্ষনিক সমাধান হয়েছে। ওই পুলিশ সদস্যটি থানাতে সদ্য এসেছে, তাই সাংবাদিকদের চিনতে না পারায় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটছে বলে জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here