নিহত সুমন

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়েছে। কিন্তু সদ্য জন্ম নেওয়া সন্তানকে না দেখেই পরপারে পাড়ি জমালেন বাবা। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সুমন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নলভাঙ্গা গ্রামের হারুণ মন্ডলের ছেলে।

মোল্যাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম জানান, কোটচাঁদপুর উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ছেলে সন্তানের জন্ম হয়েছে সুমনের। বাবা হারুনের সাথে ধান ঝাড়ার কাজ করছিল সুমন। কাজ শেষ করে বাবাকে সাথে নিয়ে ছেলেক দেখতে যাওয়ার কথা। এরই মধ্যে ঘটে দুর্ঘটনা। অসাবধানতা বশতঃ মেশিনের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমন। এরপর পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি মো: আব্দুর রহিম মোল্লা জানান, বিষয়টি আসলে খুবই হৃদয় বিদারক। সদ্য ভূমিষ্ট সন্তানকে না দেখেই বিদায় নিলেন বাবা। পরিবারের আবদনের প্রেক্ষিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই সুমনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here