কালীগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জে বিষাক্ত সাপের দংশনে অন্জলী বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধু মারা গেছে।
শুক্রবার ভোরে উপজেলার দুধরাজপুর গ্রামের এক কবিরাজের বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই সন্তানের জননীর নিহত অন্জলীর বাড়ি উপজেলার হরদেবপুর গ্রামে।
নিহতের স্বামী কাশীনাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তারা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ তার স্ত্রীকে কামড় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মহিলার মৃত্যু হয়।