ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে যা উদ্ধার হলো

নিজস্ব প্রতিবেদক

 

ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে তিন প্যাকেট পাথর ও সাইজ করা কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মোবারকগঞ্জ সুগার মিলের মেইন গেট মার্কেটের পেছন থেকে এসব জিনিস উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে মোবারকগঞ্জ সুগার মিলের মৌসুমি শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে গোলযোগের জন্য মিল গেটে কিছু উচ্ছৃঙ্খল মানুষ লাঠি, দেশীয় অস্ত্র ও পাথর নিয়ে যশোর মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেয়। তাদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে গেলেও সেখান থেকে প্যাকেট ভর্তি পাথর ও কাঠের লাঠি উদ্ধার করে সেনা সদস্যরা।

পাথর ও লাঠি উদ্ধারের বিষয়টি জানতে সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে পুলিশের একটি টিম মিলে নিরাপত্তার কাজে সহযোগিতা করছে। যশোর মহাসড়কে মিলের মেইন গেটে পুলিশ মোতায়েন করে তল্লাসি করে পরিচয় জেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, সেনাবাহিনীর একটি দল মিলগেট এলাকায় অভিযান চালিয়ে লাঠি ও পাথর উদ্ধার করেছে বলে লোকমুখে জেনেছি। যদিও উদ্ধারকৃত আলামত সেনা সদস্যরা নিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৯:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
১০৩ Time View

কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে যা উদ্ধার হলো

আপডেট সময় : ০৯:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে তিন প্যাকেট পাথর ও সাইজ করা কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মোবারকগঞ্জ সুগার মিলের মেইন গেট মার্কেটের পেছন থেকে এসব জিনিস উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে মোবারকগঞ্জ সুগার মিলের মৌসুমি শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে গোলযোগের জন্য মিল গেটে কিছু উচ্ছৃঙ্খল মানুষ লাঠি, দেশীয় অস্ত্র ও পাথর নিয়ে যশোর মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেয়। তাদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে গেলেও সেখান থেকে প্যাকেট ভর্তি পাথর ও কাঠের লাঠি উদ্ধার করে সেনা সদস্যরা।

পাথর ও লাঠি উদ্ধারের বিষয়টি জানতে সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে পুলিশের একটি টিম মিলে নিরাপত্তার কাজে সহযোগিতা করছে। যশোর মহাসড়কে মিলের মেইন গেটে পুলিশ মোতায়েন করে তল্লাসি করে পরিচয় জেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, সেনাবাহিনীর একটি দল মিলগেট এলাকায় অভিযান চালিয়ে লাঠি ও পাথর উদ্ধার করেছে বলে লোকমুখে জেনেছি। যদিও উদ্ধারকৃত আলামত সেনা সদস্যরা নিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

সবুজদেশ/এসএএস