কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের সাতে জড়িত মশিয়ার রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ।
শিশুটি একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সোমবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষক মশিয়ার রহমান একতারপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে।
শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে একজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভিকটিমের বাবা জানান, গত ৯ তারিখে আমি সহ আমার পরিবারের লোকজন যশোরের চৌগাছা আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। আমার মেয়ে বাড়িতে একা ছিল। এ সুযোগে রাতে মশিয়ার রহমান আমার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে।
কালীগঞ্জ থানার ওসি মোঃ ইউনুচ আলী জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় ধর্ষণের সাথে জড়িত মশিয়ার রহমানকে আটক করেছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।