কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ঝিনাইদহঃ
কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিতে পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।
সভাতে প্রধান অতিথি এমপি আনার বলেন, কোন বিশৃংখলা ছাড়াই এবারে শান্তিপূর্ণ পরিবেশে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা পালিত হয়েছে। এজন্য তিনি পুলিশ, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী সহ সকল জনপ্রতিনিধিদের ধন্যবাদ ঞ্জাপন করেন। তিনি সভাতে আরো বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই বর্তমানে বাল্য বিবাহ রোধ সহ উপজেলার সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
ইউএনও সবর্ণা রানী সাহা উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, বর্তমানে বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তিনি শহরে যানজট, মাদক, বাল্য বিয়ে রোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ইউপি চেয়ারম্যান সহ সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।
সভায় উপস্থিত সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহিবুল ইসলাম মন্টু,নজরুল ইসলাম ছানা, মোদাচ্ছের হোসেন, নাছির চৌধুরী, রাজু আহম্মেদ রনি লস্কর, ইলিয়াস রহমান মিঠু ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস প্রমুখ। সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন উপস্থিত ছিলেন।