নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ কালীগঞ্জে ৪ দলীয় কালীগঞ্জ কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার বিকাল ৩ টায় সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচয় শেষে বলে কিক করে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের আয়োজনে ও সহ-সভাপতি অজিত ভট্র্যাচায্যের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন প্রবীন ক্রিড়া সংগঠক শামিম রেজা বাচ্চু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ টিমের টিম ম্যানেজার ইউপি চেয়ারম্যান নাছির চৌধুরী, সিবিএ নেতা গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন ও ক্রীড়া সংগঠক মনিরুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী খেলায় দেশী বিদেশী তারকা সমৃদ্ধ বাগেরহাট দিগন্ত প্রসারী ক্রিড়াচক্র ও পোড়াদাহ ফুটবল একাদশ অংশ গ্রহন করে। খেলার পরিচালক বাঁশিতে ফুঁক দেয়ার সাথে সাথে উভয় দলের খেলোয়াড়েরা আক্রমন আর পাল্টা আক্রমন শুরু করেন। বৃষ্টিভেজা মাঠে খেলোয়াড়েরা ক্ষিপ্র গতি দেখাতে পারেননি। তবে ছোট ছোট পাসে বল বিনিময়ের মাধ্যমে ক্রিড়া নৈপূর্ণতা দেখান মাঠে কানায় কানায় ভর্তি ফুটবলপ্রেমিদের।

খেলার প্রথমার্ধের ২৭ মিনিটের সময় বাগেরহাট দিগন্ত প্রসারী ক্রিড়াচক্রের ১০ নম্বর জার্সিধারী নাইজেরিয়ান পিটার অপর নাইজেরিয়ান চুকোর বাড়ানো বলে আচমকা সট দিয়ে প্রতিপক্ষ গোলরক্ষক পলাশকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দিয়ে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যান। কিন্ত কমে ছাড়েনি পোড়াদাহ স্পোটস একাডেমি। গোল হজমের ঠিক ২ মিনিট পরে প্রথমার্ধের ২৯ মিনিটে পোড়াদাহ দলের ৩ নম্বর জার্সিধারী উগান্ডার খেলোয়াড় মাইকেল বল ফাঁকা পেয়েও দুর্বল সট দিয়ে বাগেরহাটের গোলকিপার শিমুলকে পরাস্ত করতে পারেনি। এভাবে পাল্টাপাল্টি আক্রমনের প্রথমার্ধের খেলা শেষ হয়। পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে এিেগয়ে থাকা বাগেরহাট রক্ষণাত্বক ফুটবল খেলতে শুরু করেন। এমন অবস্থায় পোড়াদাহ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। পরে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে পোড়াদাহ।

মাঠে ভালো নৈপূর্ণ দেখিয়ে বাগেরহাট দলের টিটোন ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ও অতিথিরা তার হাতে পুরষ্কার তুলে দেন।

খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম। সহকারী মারুফ হোসেন ও মমিনুল হক খোকা। ধারা বর্ণনার দায়িত্ব পালন করেন খোরশেদ আলম,কামাল হোসেন ও রবিউল ইসলাম। আগামী বুধবার রাজশাহী ফুটবল একাদশকে মোকাবেলা করবে শক্তিশালী সাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here