কাশ্মীরিদের অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
যশোরঃ
ভারতের বিজেপি সরকার কর্তৃক সংবিধান পরিবর্তন করে কাশ্মীরীদের ন্যায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে যশোর দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বৃটিশ সরকার নিয়ম করে দিয়েছিল কাশ্মীর একটি স্বাতন্ত্র দেশ, এখানকার জনগণ সর্বাদিক থেকে স্বাধীন। এমনকি এখানে কেউ জমিজমা ক্রয়, বহিরাগতরা নাগরিকত্বও নিতে পারবে না। কিন্তু মোদি সরকার ৩৭০ ধারা পরিবর্তন করে নতুন করে সঙ্কট সৃষ্টি করেছে। কিন্তু ভারতের সংবিধানের ২-এর ক-খ ধারায় উল্লেখ আছে, কোনো দেশকে কেন্দ্রীয় সরকারের অধীনে নিতে হলে প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করবে, এবং কাশ্মীরের জনগণের মতামত নিবে। কিন্তু এখানে তা করা হয়নি। সম্পূর্ণ অবৈধভাবে তাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
বক্তরা আরো বলেন, কাশ্মীর সঙ্কট শুধু কাশ্মীরেরই নয়, এ সঙ্কট বাংলাদেশেরও। এজন্য বাংলাদেশের জনগণকে প্রতিবাদমুখর হতে হবে। আমরা ভারতবিরোধী নই, ভারতের নীতি-নৈতিকতা ও আদর্শের বিরোধী। মোদি মুসলমানদের অধিকার কেড়ে নিয়ে তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। বারবার রক্ত ঝরছে সাধারণ মানুষের। কাশ্মীরের আপামর জনতার মতামতকে উপেক্ষা করে ভারতের সংবিধান পরিবর্তনের মাধ্যমে নতুন সংকট সৃষ্টি করছে। এই সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলো ও বিশ্ব নেতাদের উদ্যেগ গ্রহন করা প্রয়োজন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা শোয়াইব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী সরদার, এইচ এম মহাসীন, মুফতী আবু যর, মাওলানা আশিক বিল্লাহ,মাওলানা হাসান এজাজী,মুফতি মামুন,মুফতি মুহিউল,ক্বারী আব্দুল কাদেও,জিয়াউর রহমান,অধ্যাপক মাহাবুর,হাফেজ রশীদসহ থানা ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।