কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত (৩৫)ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার কাদেরপুর জিকে সেচ খালের স্লুইচ গেট থেকে ওই ব্যক্তির ভাষমান লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, কাদেরপুর জিকে সেচ খালের স্লুইচ গেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির লাশ ভাষতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মোটরবাইক মেকানিক, কারন তার পকেট থেকে কালি মাখা কাপড়ের টুকড়া পাওয়া গেছে। মরদেহটিতে পচন ধরার কারনে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষনিকভাবে বলতে পারেনি পুলিশ।