ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, ৪ পুলিশ সদস্য আহত

Reporter Name

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে দু’দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধের ঘটনায় সুজন মালিথা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় কুষ্টিয়ার সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, এঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত সুজন সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি দিবাগত রাতে মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলা-গুলি বিনিময় হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।

পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায় মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী সুজন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।

About Author Information
আপডেট সময় : ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
৪৩৯ Time View

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, ৪ পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে দু’দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধের ঘটনায় সুজন মালিথা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় কুষ্টিয়ার সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, এঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত সুজন সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি দিবাগত রাতে মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলা-গুলি বিনিময় হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।

পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায় মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী সুজন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।