কুষ্টিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে কুষ্টিয়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহাম্মেদ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ খানসহ দৌলতপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শহীদ প্রমুখ, সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান জেলা বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় ছাত্রদল,কৃষকদল,যুবদলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।