কুষ্টিয়া প্রতিনিধিঃ

মঙ্গলবার শহরের বড়বাজারে একটি কসমেটিকস দোকানের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট চারটি দল কাজ করে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সরু গলি আর পানিস্বল্পতা কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গুদামে দাহ্যবস্তু যেমন গ্যাস লাইট, লাইটার, বডি স্প্রেসহ বিভিন্ন কসমেটিকস পণ্য ছিল।

স্থানীয়রা জানায়, তিনতলা বিশিষ্ট বড়বাজার মসজিদ মার্কেটের দুই তলায় ‘জাহাঙ্গীর কসমেটিকস স্টোর’ নামে দোকানের গুদামঘরে এই আগুন লাগে। বিকেল চারটা ১৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত। নিচতলায় নিজের দোকানে বসে সিসি ক্যামেরার ভিডিও দেখে জাহাঙ্গীর আলম গুদামের আগুন টের পান। এরপর তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, সরু গলি হওয়ায় দুরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পানি শেষ হয়ে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা আশেপাশে সহজে পানি পাননি। খবর দেওয়া হয় উপজেলাগুলোর ফায়ার সার্ভিস দলকে।

পরে আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। এরও পর ছাদ ভেঙে সেখান দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকে পানি ও গ্যাস দিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কীভাবে আগুন লেগেছে এখন পর্যন্ত তা জানা যায়নি। আগুন লাগার সময় গুদামে কেউ ছিলেন না।

দোকানি জাহাঙ্গীর বলেন, তার গুদামে কোটি টাকার বেশি মালামাল ছিল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here