কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে । সোমবার (১৬ অক্টোবর) সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বাবলু মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিম হোসেন (২৭) ও মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মহাসিন আলী (৩০)। এরমধ্যে আজিম হোসেন ইলেকট্রনিক মিস্ত্রি ও মহাসিন আলী নির্মাণ শ্রমিক।
বাড়ীর মালিক বাবলু মিয়া জানান, বেশ কয়েকদিন হলো বাড়ীর দোতলায় বিদ্যুতের কাজ চলছে। অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন তাঁরা। তাদের চিৎকারে উপরে উঠে এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মহাসিনকে যশোর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদ্যুতায়িত হয়ে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন কিছুক্ষণ পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, মরদেহ দুটি সুরতহাল করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সবুজদেশ/এসইউ