শিরোনাম:
কোটচাঁদপুর ইউএনও নাজনীন সুলতানা যা বল্লেন
সবুজদেশ ডেক্স: কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন নাজনীন সুলতানা। বিসিএস ২৯তম ব্যাচের এ কর্মকর্তা গত ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর কোটচাঁদপুরে যোগদান করেন। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা বলেন, সকলের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। কাজ করতে কোন অসুবিধা হচ্ছে না। যোগদানের পর থেকেই এই নারী ইউএনও প্রশাসন সামলানোর পাশাপাশি নিজ উপজেলার মাদক ও শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই ছুটছেন এ স্কুল থেকে সে স্কুলে। সমস্যার তথ্য নিচ্ছেন, এর সমাধানেও কাজ করছেন। নাজনীন সুলতানা বলেন, বাল্যবিয়ের খবর পেলে তা বন্ধ করার জন্য তারা ছুটে যাচ্ছেন। উপজেলার পরিবেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। নিচ্ছেন নানা উদ্যোগ।
Tag :