ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বালুবাহী ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

খুলনার তেরখাদা উপজেলায় বালু বোঝাই ট্রলি খাদে পড়ে দুর্ঘটনায় আশিকুল ইসলাম রায়হান (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন গাড়ির চালক রুবেল বিশ্বাস। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের শাহাজান শেখের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থী মোকামপুর এলাকার আলতাফ কাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকামপুর গ্রামের শাহাজান শেখের বাড়ির সামনে বালু ভর্তি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। এসময় স্কুল শিক্ষার্থী আশিকুল ইসলাম রায়হান বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় এবং গাড়ির ড্রাইভার রুবেল বিশ্বাস আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ড্রাইভারকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

এ ঘটনায় তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

খুলনায় বালুবাহী ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

খুলনার তেরখাদা উপজেলায় বালু বোঝাই ট্রলি খাদে পড়ে দুর্ঘটনায় আশিকুল ইসলাম রায়হান (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন গাড়ির চালক রুবেল বিশ্বাস। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের শাহাজান শেখের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থী মোকামপুর এলাকার আলতাফ কাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকামপুর গ্রামের শাহাজান শেখের বাড়ির সামনে বালু ভর্তি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। এসময় স্কুল শিক্ষার্থী আশিকুল ইসলাম রায়হান বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় এবং গাড়ির ড্রাইভার রুবেল বিশ্বাস আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ড্রাইভারকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

এ ঘটনায় তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসইউ