ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তরুণ হরিণটানা থানার মীরেরঘাট এলাকার আব্দুল ওহাবের ছেলে মো: সিরাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার লাভলী আক্তার। তিনি বলেন, উক্ত তরুণ মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। একটি সিএনজি তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তরুনটি গাড়ি থেকে রাস্তার ওপর পড়ে যান। পেছনে যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস ওই তরুনের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণের মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আরও জানিয়েছেন।

সবুজদেশ/এসইউ

Tag :

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু

Update Time : ০৮:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

 

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তরুণ হরিণটানা থানার মীরেরঘাট এলাকার আব্দুল ওহাবের ছেলে মো: সিরাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার লাভলী আক্তার। তিনি বলেন, উক্ত তরুণ মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। একটি সিএনজি তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তরুনটি গাড়ি থেকে রাস্তার ওপর পড়ে যান। পেছনে যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস ওই তরুনের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণের মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আরও জানিয়েছেন।

সবুজদেশ/এসইউ