খুলনাঃ

প্রায় এক বছর পর খুলনা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৩০ ডিসেম্বর এ কমিটি অনুমোদন দেন।

তবে গত বছর কমিটিতে যাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক হয়েছিল তাদের অনেককেই এবার কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি অ্যাডভোকেট শেখ হারুনুর রশীদ, ১১ জন সহ-সভাপতিরা হলেন অ্যাডভোকেট সোহরাব আলী সানা, অ্যাডভোকেট কাজী বাদশা মিয়া, অ্যাডভোকেট এম এম মুজিবর রহমান, অ্যাডভোকেট এ এফ এম মাকসুদুর রহমান, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মণ্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, বি এম এ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায় ও রফিকুর রহমান রিপন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী। যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কালু, তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, দফতর সম্পাদক এম এ রিয়াজ কচি, ধর্ম বিষয়ক সম্পাদক তারিক হাসান মিন্টু, প্রচার সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিবুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী কেরামত আলী, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী শামীম আহসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মনোরঞ্জন মণ্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জি. প্রেম কুমার মণ্ডল ও খালেদীন রশীদী সুকর্ন, উপ-দফতর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, উপপ্রচার সম্পাদক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইঞ্জি. জি এম মাহবুবুল আলম।

এছাড়া সদস্যরা হলেন, শেখ হেলাল উদ্দিন এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, আব্দুস সালাম মুর্শিদি এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি, ননী গোপাল মণ্ডল, খান নজরুল ইসলাম, মেহের নিগার স্বপ্না, শেখ মনিরুল ইসলাম, আশরাফুল আলম খান, শেখ আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জি এম মহসিন রেজা, শেখ শহিদুল ইসলাম, গাজী এজাজ আহম্মেদ, কামাল উদ্দিন বাদশা, অসিত বরন বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, ফারহানা হালিম, মোসা. সামসুন্নাহার, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, এস এম জাহিদুর রহমান, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মো. আজগর বিশ্বাস তারা, রবার্ট নিক্সন ঘোষ, নান্টু রায়, মো. জামিল খান ও হায়দার আলী মোড়ল।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বর নগরীর সার্কিট হাউজ মাঠে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দুই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে তাদের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে সাংগঠনিক তৎপরতা বন্ধ হওয়ায় তা সম্ভব হয়নি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here