ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গভীর রাতে ডাকাতির পর গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৪

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২১৫ Time View

খুলনা:

খুলনার পাইকগাছায় ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার পাইকগাছা থানার ওসি সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করেন। তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে ডাকাতি হয়। গভীর রাতে দরজা খোলার শব্দে জেগে উঠেন ধর্ষণের শিকার গৃহবধূ ও তার ছেলে। তারা কথা বলতেই তাদের মারপিট করে ও খুন করার হুমকি দিয়ে তাদের মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ ১ লাখ ৪৮ হাজার টাকার মালামাল লুটপাট করে। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণ করে ডাকাতরা। 

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাত ৪ জনের নামে মামলা করেন। এ মামলায় পুলিশ মঙ্গল ও বুধবার বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে অহিদুল ইসলামকে  (২৮) গ্রেফতার করে। সে কয়রার আমাদী রামের জিয়াদ আলীর ছেলে। 

তার স্বীকারোক্তি মোতাবেক মৌখালীর ইউসুফ ঢালীর ছেলে ফেরদাউস (৫১), মৃত অহে ঢালীর ছেলে রাকিবুল ঢালী (২৮) ও আমাদী গ্রামের খলিলুর রহমানের ছেলে মোলায়েম হোসেনকে (২৪) গ্রেফতার করে পুলিশ। 

তাদের আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেন।

Tag :