ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাড়ি কেনা হলো, বিয়ে কবে?

Reporter Name

নিজের কেনা ‘অডি’ গাড়ির পাশে নুসরাত ফারিয়ানিজের কেনা ‘অডি’ গাড়ির পাশে নুসরাত ফারিয়া ‘যেদিন একটা “অডি” গাড়ি কিনে ফেলব, সেদিনই বিয়ে করব। আমার সন্তানদের বলতে পারব, তোমার মা উপস্থাপনা করেছে, নায়িকা ছিল, গান গেয়েছে, নেচেছে আর অডি গাড়ি কিনে বিয়ে করেছে।’

প্রথম আলোকে কথাগুলো বলেছিলেন এই সময়ে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ শনিবার ফারিয়া তাঁর সেই স্বপ্নের ‘অডি’ গাড়িটি হাতে পেয়েছেন। বিয়েটা কখন করছেন, সে বিষয়ে কোনো কথা বলেননি আলোচিত এই নায়িকা।

রুপালি পর্দায় কাজ শুরুর আগে ফারিয়া অনুষ্ঠান উপস্থাপনা করতেন। গানের ভিডিওতে মডেলও হয়েছিলেন। একটা সময় চলচ্চিত্রে এসে থিতু হন। প্রথম ছবি ‘আশিকী’ দিয়ে বাজিমাত করেন। নানা কারণে এই ছবিটি ফারিয়াকে আলোচনায় এনে দেয়। এরপর বাংলাদেশ ও ভারতের কলকাতায় কয়েকটি ছবিতে অভিনয় করেন ফারিয়া। কিছুদিন আগে ‘পটাকা’ শিরোনামে একটা গানও গেয়েছেন তিনি। নিজের গাওয়া সেই গানের ভিডিওতে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। গানের ভিডিওর খবর দেওয়ার সময়ই ফারিয়া বলেছিলেন, বিয়ের খবর।

একটা অডি গাড়ি কেনার স্বপ্ন ছিল ফারিয়ার অনেক দিনের। ২০১৮ অডি এ৩ মডেলের কালো রঙের এই গাড়িটি এখান ফারিয়ার বাসার গ্যারেজে। আজ বিকেলেই সেটি বাসায় নিয়ে গেছেন তিনি। বিয়ে কবে করবেন, জানতে চাইলে হেসে শুধু এটাই বললেন, ‘এখনো জানি না।’

নুসরাত ফারিয়া নিজেকে খুব সাজানো-গোছানো দাবি করে বলেন, ‘আমি সাজানো-গোছানো একটি মেয়ে, পাত্রটাই শুধু এখনো খুঁজে পাইনি। আমার মনে হয়, সঠিক সময়ে সঠিক কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে নানাভাবে চাপ দেবে হয়তো, কিন্তু সময়ের চাহিদা ভিন্ন। সময়ের চাহিদা বুঝতে পারা খুব কঠিন। যেটা অনেকে বুঝতে পারে, অনেকে পারে না। আমি সেই ভাগ্যবানদের একজন, যাঁর জীবনে সঠিক সময়ে সঠিক কাজটাই হয়েছে। বিয়েটাও সময়মতো হয়ে যাবে।’

আচ্ছা, আপনি যে বলেছিলেন অডি কিনলেই বিয়ে করবেন? এই গাড়ির সঙ্গে বিয়ের সম্পর্কটা কী? ‘মানুষের অনেকেরই ইচ্ছা হয় চিকিৎসক, প্রকৌশলী, বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হবে—আমার কাছে বিষয়টি তেমনই। আমার এখন পর্যন্ত যত ইচ্ছা ছিল, সব অর্জন করেছি। একটি অডি গাড়ি কেনা মানে নিজেকে আরেকটু স্বাবলম্বী করা বলতে পারেন।’

Tag :

About Author Information
Update Time : ০১:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
৩৯৮ Time View

গাড়ি কেনা হলো, বিয়ে কবে?

Update Time : ০১:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮

নিজের কেনা ‘অডি’ গাড়ির পাশে নুসরাত ফারিয়ানিজের কেনা ‘অডি’ গাড়ির পাশে নুসরাত ফারিয়া ‘যেদিন একটা “অডি” গাড়ি কিনে ফেলব, সেদিনই বিয়ে করব। আমার সন্তানদের বলতে পারব, তোমার মা উপস্থাপনা করেছে, নায়িকা ছিল, গান গেয়েছে, নেচেছে আর অডি গাড়ি কিনে বিয়ে করেছে।’

প্রথম আলোকে কথাগুলো বলেছিলেন এই সময়ে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ শনিবার ফারিয়া তাঁর সেই স্বপ্নের ‘অডি’ গাড়িটি হাতে পেয়েছেন। বিয়েটা কখন করছেন, সে বিষয়ে কোনো কথা বলেননি আলোচিত এই নায়িকা।

রুপালি পর্দায় কাজ শুরুর আগে ফারিয়া অনুষ্ঠান উপস্থাপনা করতেন। গানের ভিডিওতে মডেলও হয়েছিলেন। একটা সময় চলচ্চিত্রে এসে থিতু হন। প্রথম ছবি ‘আশিকী’ দিয়ে বাজিমাত করেন। নানা কারণে এই ছবিটি ফারিয়াকে আলোচনায় এনে দেয়। এরপর বাংলাদেশ ও ভারতের কলকাতায় কয়েকটি ছবিতে অভিনয় করেন ফারিয়া। কিছুদিন আগে ‘পটাকা’ শিরোনামে একটা গানও গেয়েছেন তিনি। নিজের গাওয়া সেই গানের ভিডিওতে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। গানের ভিডিওর খবর দেওয়ার সময়ই ফারিয়া বলেছিলেন, বিয়ের খবর।

একটা অডি গাড়ি কেনার স্বপ্ন ছিল ফারিয়ার অনেক দিনের। ২০১৮ অডি এ৩ মডেলের কালো রঙের এই গাড়িটি এখান ফারিয়ার বাসার গ্যারেজে। আজ বিকেলেই সেটি বাসায় নিয়ে গেছেন তিনি। বিয়ে কবে করবেন, জানতে চাইলে হেসে শুধু এটাই বললেন, ‘এখনো জানি না।’

নুসরাত ফারিয়া নিজেকে খুব সাজানো-গোছানো দাবি করে বলেন, ‘আমি সাজানো-গোছানো একটি মেয়ে, পাত্রটাই শুধু এখনো খুঁজে পাইনি। আমার মনে হয়, সঠিক সময়ে সঠিক কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে নানাভাবে চাপ দেবে হয়তো, কিন্তু সময়ের চাহিদা ভিন্ন। সময়ের চাহিদা বুঝতে পারা খুব কঠিন। যেটা অনেকে বুঝতে পারে, অনেকে পারে না। আমি সেই ভাগ্যবানদের একজন, যাঁর জীবনে সঠিক সময়ে সঠিক কাজটাই হয়েছে। বিয়েটাও সময়মতো হয়ে যাবে।’

আচ্ছা, আপনি যে বলেছিলেন অডি কিনলেই বিয়ে করবেন? এই গাড়ির সঙ্গে বিয়ের সম্পর্কটা কী? ‘মানুষের অনেকেরই ইচ্ছা হয় চিকিৎসক, প্রকৌশলী, বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হবে—আমার কাছে বিষয়টি তেমনই। আমার এখন পর্যন্ত যত ইচ্ছা ছিল, সব অর্জন করেছি। একটি অডি গাড়ি কেনা মানে নিজেকে আরেকটু স্বাবলম্বী করা বলতে পারেন।’