শিরোনাম:
গোপন বৈঠক চলাকালে ককটেলসহ জামায়াত নেতা আটক
সবুজদেম ডেক্সঃ বিগঞ্জের মাধবপুরে খড়কী গ্রামের বিএনপি, জামায়াতের গোপন বৈঠক চলাকালে ১০টি তাজা ককটেলসহ উপজেলা জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১টার দিকে নাশকতা পায়তার জন্য খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও জামায়াতের ৪০/৫০ জন নেতাকর্মী নাশকতার পায়তারা করার জন্য গোপন বৈঠক করছিল। এ গোপন পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জামাতের নেতাকর্মীরা পালিয়ে গেলে পুলিশ উপজেলা জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।
এ সময় পুলিশ বৈঠকেরস্থল ১০টি ককটেল উদ্ধার করে। রাত দেড়টায় এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত।
Tag :