গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিঘিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূরানী মাদরাসাছাত্র সিহাব (৭) ও একই এলাকার হবির ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৮)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দিঘিতে গোসল করতে যায় সিহাব ও হুসাইন। দিঘির ওপর থেকে লাফ দিলে পানির নিচে কাদার সঙ্গে আটকে যায় তারা। অন্য বাচ্চারা গোসলে নামলে তাদের শরীরের সঙ্গে দুজনের দেহ বাধে। চিৎকারে স্থানীয়রা এসে কাদা থেকে দুজনকে ওপরে তুলে আনেন। স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :