গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহঃ
২০০৪ সালে ঢাকায় শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহতদের স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ল’কলেজ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
এসময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর থান আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, এ্যাড. আক্কাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, অশোক ধর, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার। এসময় বক্তারা, গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত প্রকাশ ও দোষিদের ফাঁসির দাবি জানান। আলোচনা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।