ঘরের আগুনে মা, মেয়ে ও নাতনী দগ্ধ
সিলেটঃ
সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম গুচ্ছগ্রামে একটি ঘরে আগুন লেগে মা, মেয়ে ও ৩ বছর বয়সী নাতনীসহ ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন মৃত মখদ্দস আলীর স্ত্রী রুশনা বেগম, তার মেয়ে ফাতিহা বেগম ও ৩ বছর বয়সী নাতনী বুশরা বেগম।
অগ্নিদগ্ধরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের বলেন, রাতে টহলে থাকা এএসআই তাজুল কান্নাকাটির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে অগ্নিদগ্ধ পেয়ে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কী কারণে আগুন লেগেছ, তা জানা যায়নি।