চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৬ কেজি স্বর্ণের বারসহ মো জাহেদ নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস।

রবিবার সকালে ওমানের মাসকাট থেকে ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসেন। গ্রেফতার হওয়া জাহেদ হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার মৃত জামাল আহমেদের ছেলে।

বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার ই জাহান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ইউএস বাংলার ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজর রাখেন কাস্টম কর্মকর্তারা। গতিবিধি সন্দেহজনক হওয়ায় জাহেদকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তার মোবাইলের ভেতর লুকানো একটি স্বর্ণের বার এবং লাগেজের ভেতর কালো স্কচটেপে মোড়ানো আরও ১৩৫টি স্বর্ণের বার পাওয়া যায়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here