চিন্তা-ভাবনা করে আসাম ইস্যুতে সিদ্ধান্ত নিতে হবেঃ কাদের
ঢাকাঃ
আসামের বিষয়ে আমাদের এখনই উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। নিজেদের ঘাড়ে দোষ চাপানোরও কোনো কারণ নেই। কারণ আসামের বিষয়টির আইনি পক্রিয়ায় শেষ করে সিদ্ধান্ত আকারে আসতে আরও সময় লাগবে। শেষ সিদ্ধান্ত কী আসে, সেটা দেখে চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কাযালয়ে সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আসামের বিষয়ে ভারত আমাদের যেটা জানিয়েছে, যাদেরকে স্ট্রেটলেস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, আগামী চার মাসে তাদের আপিল করার সুযোগ আছে। তারা এ নিয়ে আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় এখন পযন্ত নেই। কারণ বিষয়টির লিগ্যাল প্রসেস কম্প্লিট করে সিদ্ধান্ত আকারে আসতে আরো সময় নেবে। সে পযন্ত কী দাড়ায় সেটা আমাদেরকে চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে। ’
৭১’র পর ভারতে বাংলাদেশের কোনো লোক যায়নি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের এখনই নিজেদের ঘাড়ে নিজেরা দোষ চাপানোর কোনো কারণ নেই। আমরা সাধারণভাবে জানি ৭১-এর পর বাংলাদেশের কোনো লোক ইন্ডিয়াতে যায়নি বা মাইগ্রেট করেনি। ’
এ সময় মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি ও আসামের অনাগরিক পরিস্থিতি একইভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহীদের চিঠি
উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে দলীয় সিদ্ধান্তের বিষয়ে কাদের বলেন, ‘৮ তারিখে আগে আমরা সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক যারা বিভিন্ন বিভাগের দায়িত্বে আছে তারা বৈঠক করবো। এই শাস্তিমূলক ব্যবস্থাটা যাতে নিখুত উপায়ে হয় এবং কাযকর করা যায়, সেই জন্যই আমরা বিষয়টি খতিয়ে দেখার কাজ করছি। তবে ৮ তারিখ থেকে চিঠি দিতে শুরু করবো। সেটাই আজকে আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে। ’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।