আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত বিমল চৌকিদারের গ্রাম পুলিশ হারাধন কে মারধরের অভিযোগ উঠেছে বাঘাডাঙ্গার কথিত নেতা মৃত ঠান্ডু মন্ডলের ছেলে মিন্টু মন্ডলের বিরুদ্ধে।
জানা গেছে ৪ নং ওয়ার্ড মেম্বর মন্টু ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হারাধন কে বয়স্কভাতার কার্ডের জন্য কয়েকটি নাম দিতে বলে।এতে হারাধন কয়েকজনের সাথে আলোচনা করে নাম দেয়।বিষয়টি জানতে পেরে কথিত মাতব্বর মিন্টু,সমিরের ছেলে শুকুর, আলী,লোকাসের ছেলে মুকুল মিলে গতকাল বৃহস্পতিবার রাতে হারাকে প্রশ্ন কেন তাদের না জানিয়ে নাম দেওয়া হলো।হারা তখন বলে বিষয়টি মেম্বর জানে।পরে মন্টু মেম্বর কে হারার দোকানে ডেকে মেম্বরের সামনেই হারাকে মারধর করে মিন্টু।মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবীতে গতকাল শক্রুবার বিকাল ৪ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল গ্রামপুলিশ।এসময় গ্রাম পুলিশের সদস্যরা বলেন অনতিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।মেম্বরের দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে কেন আমাদের মার খেতে হবে।অভিযুক্তদের আইনগত শাস্তি না হলে কর্মবিরতি সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তাঁরা।এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান জানান বিষয় টি যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদুর রহমান আসাদ জানান আমি অভিযোগ পেয়েছি অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার পর থেকেই অভিযুক্তরা নিজেদের বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ করছে বলে জানা গেছে । 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here