আলমামুন সোহাগ, চুয়াডাঙ্গা  প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার আলীর ছেলে বাজারের কম্পিউটার দোকানদার আশরাফুলের বিরুদ্ধে বাজারের পাগলীর সাথে অনৈতিক কাজের অভিযোগ তুলে মারধরের ঘটনা ঘটেছে।জানা গেছে আশরাফুল গত শক্রবার সকালে কার্পাসডাঙ্গা খ্রীষ্টান কবরস্থানের পাশের মাঠে একটি ভুট্টা ক্ষেতে বাজারের এক পাগলী কে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়।বিষয়টি হাফিজুর নামের এক ব্যাক্তি সহ আরো দুজন দেখে ফেলে। বিষয়টি নিয়ে পরে এক কান দুকান করে বাজারে অনেকের কানে পৌঁছায়।বিষয়টি নিয়ে গতকাল রোববার বিকালে আশরাফুলকে এ ধরনের জঘন্য কাজ করতে বারন করে আশরাফ সহ কয়েকজন। কিন্তু আশরাফুল নিষেধ না শুনে ক্ষিপ্ত হয়ে আশরাফের মুখে কিলঘুষি মারে। পরে কয়েকজন মিলে আশরাফুলকে চড়থাপ্পর মারে। এতে করে আশরাফুল নিজেকে বাঁচাতে কার্পাসডাঙ্গা কবরস্থানের মোড়ের রোড়ে শুয়ে পড়ে।এলাকাবাসীর অনেকে নাম না প্রকাশ করার শর্তে জানান এই কম্পিউটার দোকানদার আশরাফুল খুবই খারাপ প্রকৃতির ছেলে।সে একবার নই আরো অনেকবার অনেক পাগলীর সাথে এমন জঘন্য কাজ করেছে।যা এলাকার ছোট বড় অনেকে জানে।আশরাফুলের শাস্তির দাবী করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।ঘটনার খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদুর রহমান আসাদ ও এ এস আই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে আশরাফুলকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।ও এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।এস আই আসাদুর রহমান আসাদ জানান এলাকাবাসীর সাথে কথা বলে জেনেছি  আশরাফুল কোন পাগলীর সাথে অনৈতিক কাজ করে তা দেখে বারন করায় এ মারামারির ঘটনা ঘটেছে।আশরাফুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়টির সতত্যা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here