আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মালিথা পাড়ার মৃত :আ:কুদ্দসের দুই ছেলে আ:খালেক ও হযরতের গোয়াল ঘরের গরুর গোবর,গোমুত্র ও আর্বজনা  সব এখন চলাচলের সরকারী রাস্তার উপরে।এই রাস্তাটি দিয়ে এখন চলাচলের জো নেই বললেই চলে।চলতে গেলে জামা কাপড়ে লেগে যাচ্ছে গোবর ও গোমুত্র।সেই সাথে চরম দূর্গন্ধে এলাকার আকাশ বাতাস ভারী করে তুলেছে।দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে মহল্লাবাসী।নামায,খাওয়া দাওয়া সব নষ্ট করে দিচ্ছে এ দূর্গন্ধ।এ বিষয়ে খালেক ও হযরতের কোন মাথা ব্যাথা নেই বলে জানিয়েছে মহল্লাবাসী। তারা জানান আমাদের দিনে রাতের ঘুম হারাম হয়ে গেছে দূগর্ন্ধে। বাচ্চারা পড়াশোনা ও খাওয়া দাওয়া করতে পারছেনা।শান্তি ভরে নি:শ্বাস নেবার জো নেই।নাকে কেবল গোবরের বিশ্রি গন্ধ আসে।বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রতিকারের ব্যাবস্থা চেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here