ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১৬৮ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে সবুর আলী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সবুর আলী বৈদ্যনাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে নগদ ১০ হাজার টাকাসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেন।

নিহতের বাবা শুকুর আলী জানান, বিকেলে বাড়ির পাশে বাঁশ বাগানে আমি ও দুই ছেলে সবুর ও গফুর বাঁশ কাটছিলাম। হটাৎ বৃষ্টির সময় বজ্রপাত হয়। বজ্রপাতে সবুর আলী গুরুতর আহত হলে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। তবে আমরা ভালো আছি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

Update Time : ১১:৩৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে সবুর আলী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সবুর আলী বৈদ্যনাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে নগদ ১০ হাজার টাকাসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেন।

নিহতের বাবা শুকুর আলী জানান, বিকেলে বাড়ির পাশে বাঁশ বাগানে আমি ও দুই ছেলে সবুর ও গফুর বাঁশ কাটছিলাম। হটাৎ বৃষ্টির সময় বজ্রপাত হয়। বজ্রপাতে সবুর আলী গুরুতর আহত হলে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। তবে আমরা ভালো আছি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।