আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গা জেলা ব্যাপী চুয়াডাঙ্গা সদর থানা সহ সব উপজেলায় আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর মাদকের বিরুদ্ধে এসপি মাহবুবের এই কঠোর হুঁশিয়ারী দেন। চুয়াডাঙ্গা  জেলা পুলিশের প্রতিটি সদস্যকে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার পিপিএম বলেন,  মাদকের বিরুদ্ধে কোনো পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পেলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বরং একজন মাদক মামলার আসামীর চেয়েও সম্পৃক্ত সদস্যর বিরুদ্ধে কঠোর হবে পুলিশ।


গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা চত্বরে  থানা এলাকার প্রতিটি পুলিশ ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময়কালে এমন হুঁশিয়ারী দেন তিনি।তিনি অারো  বলেন, পুলিশ সেবা সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় মাদকের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দিয়েছেন। তাই কোনোভাবেই মাদকের বিরুদ্ধে আপস নয়।
মাদক ব্যবসায়ী বা গডফাদাররা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবেনা। চুয়াডাঙ্গা জেলায় একজন মাদক ব্যবসায়ী ও পাচারকারী থাকা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।
উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বর্তমানে জনবান্ধব। আমার বিশ্বাস জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বাড়াতে আপনারা নিরলসভাবে কাজ করবেন। কোনোভাবেই যেন সাধারণ মানুষ পুলিশের হয়রানির শিকার না হন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপ-পরিদর্শক রাজীব আল রশিদ, তপন ক্লান্তি, কার্পাসডাঙ্গার আইসি আসাদুর রহমান আসাদ ও রফিকুল ইসলাম। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here