আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা ঃ চুয়াডাঙ্গায় জেলায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।মাননীয় প্রধানমণ্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্যতম “শিক্ষা সহায়তা কার্যক্রম” এর ধারাবাহিকতায়  আজ দেশজুড়ে অনুষ্ঠিত হল  ” বই উৎসব-২০১৯”। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব গোপাল চন্দ্র দাস মহোদয় এই উৎসবে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ,আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঝিনুক বিদ্যাপীঠের ছাত্র -ছাত্রী দের মাঝে বই বিতরণ করেন। 
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান।বই উৎসবে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, বছরের প্রথম দিন দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার যে রীতি বাংলাদেশে চালু হয়েছে, তা বিশ্বের কাছেও প্রশংসিত হয়েছে। অনেক দেশ এটাকে অনুকরণীয় দৃষ্টান্ত মনে করছে।
বই উৎসবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, হাসিনা মমতাজ, সিব্বির আহমেদ, আমজাদ হোসেন, খাইরুল ইসলাম প্রমুখ কর্মকর্তাগণ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here