আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জীবনগরে পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে জীবননগর পৌর সীমানার শেষ প্রান্তে চ্যাংখালী সড়ক সংলগ্ন সীমান্ত ইউনিয়নের হেলিপ্যাড নামক স্থানে বুধবার সকাল সাড়ে দশটার দিকে জীবনগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নেতৃত্বে এস আই নাহিরুল ও এ এস আই সলতান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্ত থেকে আসা এক মহিলা পালানোর চেষ্টা করে। এস আই নাহিরুল মহিলাকে পালানোর সময় আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করার আগে সে নিজেই গোপন জায়গা থেকে ১০ বোতল ফেন্সিডিল বের করে দেয়।
আটককৃত মহিলা মাদক ব্যাবসায়ী জীবননগর পেয়ারাতলার নাসির উদ্দীনের স্ত্রী রাবেয়া খাতুন (৩০)। পুলিশসুত্রে জানা গেছে রাবেয়া দীর্ঘদিন মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সে অত্র এলাকার একজন চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান ফেন্সিডিলসহ আটককৃত মহিলা মাদক ব্যাবসায়ী রাবেয়াকে মাদক আইনের আওতায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here