চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত
চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রোকন আলী (২৫)।
পুলিশের দাবি, নিহত রোকন আলীর বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার দক্ষিণচাঁদপুর গ্রামের আবু বক্করের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নামক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, দিবাগত রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে জয়রামপুর কাঁঠালতলা নাকমস্থানে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে।
এরপর পুলিশের একটিদল ঘটনাস্থলে অভিযানে যায়। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডা. মশিউর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
রোকন আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাদক ব্যবসায়ী রোকনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য আইনে, হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে বলে জানান ওসি